আজো ইচ্ছে করে তোমার শরীরের
সুশ্রী ঘ্রাণ নিতে
ইচ্ছে করে উল্লাসের গোপন ইঙ্গিতে
খুব সান্নিধ্যে যেতে।
পুরানো লিপ্সার তাড়নায় মন ছুটে
অনুপম সৌন্দয্যের কাছে
আরও সাধ জাগে ফাল্গুনের ভরদুপুরে
বসতে বৃক্ষের নীচে।
ইচ্ছে জাগে শিমুল পলাশের রঙে
হৃদয়ের রঙমহল সাজাতে
যেখানে ইচ্ছেরা ঊর্মিমালার তালে তালে
রঙ বদলাবে মনেতে।
অদৃশ্যের বন্দনে যেথায় হাতকড়া পরেছিলাম
পরম মমতায় স্বাধীনতায়
লজ্জা চকিত চোখ প্রশ্রয়ী দৃষ্টিতে
সতীত্ব দিয়েছিল নীরালায়।
ইচ্ছে করে অকারণ বিপ্লব ছাড়াই
অধিকার ফিরিয়ে আনি
মন বিনিময় প্রথা উৎসর্গ করি
মুছে বিষাদের গ্লানি।
নব আনন্দে আশার তরী বেয়ে
এসো হারাই প্রণয়মাঠে
যেখানে কান্নারা মুখ লুকাবে লজ্জায়
আনন্দ ধারার নবপাঠে।
       (১৩/০২/২১ইং)