বস্তাভর্তি টাকায় যখন
খাস্তা লোক হয় নেতা
পরের টাকায় তারা কিনে
সুন্দর নকশী কাঁথা।
সৎ লোকেরা পায়না খোঁজে
জয়ের আসন আজ
অবক্ষয়ের পথে তাইতো
মোদের এই সমাজ।
পেশি শক্তি টাকার জোর
খাস্তা লোকের হলে
পদ-পদবী বিচার শালিশ
তার হুকুমে চলে।
বিবেকে আজ ধরছে পঁচন
দৃষ্টি মেলে দেখি
ভালো কিছু পাইনা খোঁজে
সব যেন আজ মেকি।
খারাপ লোকের জয়- জয়াকার
বিশ্ব জুড়ে আজ
মন্দ কাজে ধরা খেলেও
পায়না তারা লাজ।
আপন স্বার্থে পরের ক্ষতি
দিন রজনী করে
গরিব দুখী কষ্ট শোকে
ধুঁকে ধুঁকে মরে।


        (১৬/০৪/২০ইং)