আলোর দিশা দাও প্রভূ
রহিম রহমান দয়াময়
ভ্রান্ত পথে চলি যদি
জাগিও প্রাণে সদা ভয়।
সত্য যেন আঁকড়ে ধরি
জীবন চলার এই পথে
শক্তি সাহস দিও তুমি
চলতে সদা জগতে।
সরল পথের যাত্রী হয়ে
নিতুই যেন পথ চলি
এই দুনিয়ার মোহে পরে
তোমায় যেন নাই ভুলি।
গুণে মানে মানুষ হয়ে
মহৎ যেন ভবে হই
দুঃখ ব্যথার সকল কথা
ভক্তি ভরে তোমায় কই।
চলার পথে হঠাৎ যদি
ভুল করি আমি
অবুঝ ভেবে ক্ষমা করে
দিও কিন্তু তুমি।
     (৫/৭/২১ইং)