দু'দিনের খেলাঘর ছেড়ে যাবো আমি
রেখে যাবো আজিকার এই মায়াভূমি।
সুখে থেকো খুশি থেকো সদা হাসি মুখে
আমাকে ভুলে যেও তোমার ঐ সুখে।
যে পথে হেঁটে হেঁটে ব্যথা পেয়েছিলে
সে পথে তুমি কভূ যাবো নাকো ভুলে।
অতীতের সব স্মৃতি মন থেকে মুছে
নিজ সুখে সেই তারে ডেকো নাকে পিছে।
যে আশা বুকে নিয়ে বেঁধে ছিলে ঘর
আমি হীনা সেথা এখন ধূ-ধূ বালুচর।
ক্ষণিকের দয়ামায়া রেখো নাকো মনে
শতভুল ক্ষমা করো তুমি নিজ গুণে।
               (২৪/০৬/২১ইং)