চোখে জলে আগুন লেগে
হৃদয় পুড়ে হলে ছাই
সোনার জীবন ব্যর্থ হবে
দেখবে চেয়ে কিছুই নাই।
আপন স্বার্থে কারো মনে
হেসে কেহ দিলে দুখ
খোদার আরশ কেঁপে ওঠে
ঐ জলে ভাসলে বুক।
প্রেম বিরহে বিরান ভূমি
চোখের জলে ভিজে না
ভাবুক ছাড়া ঘোর রহস্য
কেউ তো ধরায় বুঝেনা।
সময় থাকতে ভাসাও যদি
সোনার তরী ভবে ভাই
তীরের দেখা পাবে খুঁজে
ভাবনা চিন্তা কোন নাই।
(০৩/০৫/২০ইং,সঃরাঃ১২:১৭)