চোখের পাতা কাঁপে বিকট শব্দে
ভালো আর মন্দের আচমকা দ্বন্দ্বে।
স্পষ্ট করে দেখতে পাইনা কিছু
বৈরিতার ঝড়ে উঁচু টিলা নীচু।
প্রণয় প্রাসাধ পাষাণ হৃদয়ের দখলে
দীর্ঘশ্বাসের শব্দ নিদারুণর কষ্টে জ্বলে।
অসহায় জীবন কঠিন আঘাতে আঘাতে
ভেঙ্গে ভেঙ্গে স্বপ্ন দেখায় মনেতে।
আলোর বিস্ফুরণ ঘটে মাঝে মাঝে
অতীত মোহে রক্তপিন্ডে সন্ধ্যা সাঁঝে।
নীরবে মমতা  বিলাও যখন অন্যপ্রাণে
মন ক্যামেরায় ধরা পড়ে সঙ্গোপনে।
অস্থিরতার ঝড় ওঠে সমস্ত রক্তকনিকায়
কেন জানো,আগের সেই মায়ায়।
রিখটার স্কেলে তোমার কর্ম পরিধি
নিঁখতভাবে ধরা পড়ে শেষ অবধি।
বেহায়া স্মৃতি পথ আগলে রাখে
যেতে দেয়না দূরে, তোমারে ডাকে।
আশায় বাঁচিয়ে রাখে আসবে বলে
আর কত, এভাবে কি চলে?
          (২৬/০২/২১ইং)