দূর করে দাও ভ্রান্ত নীতি
মনের যতো শঙ্কা ভয়
তোমার প্রেমে লড়াই করে
আমার যেন হয় গো জয়।
সৃষ্টি সুখের কর্ম পন্থায়
দৃষ্টি যেন সদা রয়
মন্দ ভুলে আলোর পথে
আমার চলা যেন হয়।
চলতে ফিরতে আমার কর্মে
সবাই যেন খুশি হয়
শক্তি সাহস বল ভরসা
সদাই দিও দয়াময়।
মানুষ আমি ধরার বুকে
এই যেন হয় পরিচয়
প্রেম বিলিয়ে জগৎ জুড়ে
জীবন যেন ধন্য হয়।
এই দুনিয়ার সুখ শান্তি
চাইনা প্রভূ দয়াময়
শেষ বিচারে ক্ষমা করে
জীবন করো পূণ্যময়।
তোমার প্রিয় হাবীব যেন
চিত্ত সুখে খুশি হয়
দু'হাত মেলে কাছে এসে
হাসি মুখে কোলে লয়।
  (০৭/০৫/২০ইং,রাঃ১১:১০)