পঁচা বাবুর আগমনে
পঁচন ধরছে মনে
সত্য বাবু মনের শোকে
ছুটে গেলো বনে।
বেইজ্জতের তেল মর্দনে
ইজ্জত আলী শেষ
সুখ না পেয়ে ঈমান মিয়া
ছাড়লো সোনার দেশ।
নয়ন মিয়া দৃষ্টিহারা
ঝর্ণার সোহাগ পেয়ে
পটকা বাবুর ফটামিতে
দেশটা গেছে ছেয়ে।
সাধু বাবুর সুশাসনে
চলেনা আর দেশ
নির্মল বাবু গভীর চিন্তায়
পাকালো তার কেশ।
বেদনার রঙ উল্লাসে
সুন্দর আলী শেষ
মানিক বাবু রতন বাবুর
নেইতো আগের বেশ।
দুখু মিয়ার দুঃখ শোনার
নেইতো কেহ ভবে
পাকা ক্ষেতে আগুন দিলো
নাহি কিছু ভেবে।
ফালানির মার ফালতু কথা
কেউ শোনেনা আজ
হাসি বেগম লজ্জা পেয়ে
লুকায় তার লাজ।