নষ্ট নারীর চুলকানিতে ভ্রষ্ট পথে সমাজ
বোধের ঘরে জ্বলছে আগুন নেইকো মুখে আওয়াজ।
শান্তি সুখের পায়রা খোঁজে অরণ্যে আজ সব
কুজন লোকের কথা শোনে সুশীলরা নীরব।
ভোরের রবির আলো আজ কালো মেঘে ঢাকা
সরল পথে সত্য গাড়ীর ঘোরে নাকো চাকা।
মানব চোখের দৃষ্টি এখন বড্ড কমে গেছে
ভালো মন্দের বাছ বিচার করতে ভুলে গেছে।
জ্ঞান বিবেকের ঘরে ঘরে ঝুলছে বড় তালা
খাঁটি মানুষ ভবে যারা বাড়ছে তাদের জ্বালা।
বিষ বাষ্পে পুষ্প কলি যাচ্ছে নিতুই ঝরে
আশার ঘরে নীল জলের ঢেউ খেলা করে।
সোনার মানুষ আসবে যখন নতুন করে দেশে
নরপশু পথ ভুলে সব পালাবে রাত শেষে।
                  (৪/৮/২১ইং)