ভুলে গিয়ে নীতির বাণী
ভেবে পাইনা কুল
হিসেব কষে দেখি আমি
কর্ম সবই ভুল।
চলার পথে খুশি মনে
নিয়েছি যা খোঁজে
এখন দেখি সবই বৃথা
লাগেনা কোন কাজে।
হেলা করে গেলো বেলা
সন্ধ্যা এলো ফিরে
চিন্তা এখন মনের মাঝে
সুখ কি পাবো পরে?
শেষ ভরসা রহিম রহমান
দয়ার ঐ ভান্ডার
যাঁর করুণায় রোজ হাশরে
আমি পাবো পার।
     (২৪/৩/২১ইং)