যাবার বেলা শোনতে যদি
গোপন দু'টি কথা
এই জগতে আমার প্রাণে
থাকতো নাকো ব্যথা।
তুমি যে কি ভুল করেছো
শেষ বেলাতে এসে
মেনে নিলাম সকল কিছু
তোমার পানে হেসে।
ভুল করেছো বুঝবে যেদিন
ভাসবে চোখের জলে
আমায় সেদিন আর পাবেনা
ধরতে এসে গলে।
আমার স্মৃতি বলবে কথা
রাত্রি নিশী হলে
বুঝবে সেদিন গোপন ব্যথায়
অন্তর কেমন জ্বলে?
এখন যতই অধিক সুখে
ঘুমাও আরাম করে
কষ্ট য়খন আসবে তোমার
শান্তি নিবে কেড়ে।
গোপন ব্যথায় গোপন কথা
পড়বে যখন মনে
খুঁজবে আমায় হণ্যে হয়ে
তুমি ক্ষণে ক্ষণে।
         (১৪/০২/২১ইং)