ভাব সাগরের তীরে বসে
কাগজ কলম হাতে নিয়ে
ছন্দ তাল আর রঙ উপমায়
লিখেন কবি কবিতা
কেউ পারেনা উত্তর দিতে
পথে ঘাটে ধর্ষিত হয়
আজো কেন সবিতা?
জ্ঞানী গুণী কবি যারা
পারলে লিখে বলে দিন
মনের যতো দুঃখ ব্যথা
ঢেকে রাখবো কত দিন?
দিনের বেলা অন্ধ যারা
রাতে দেখে আলোর ভোর
শিকল পরা হাতে বাঁধন
কেন কবি আজো মোর?
সবুজ শ্যামল মাঠ জুড়ে
রক্ত যখন ঢেউ খেলে
আকাশ বাতাস ভারী হয়ে
কিসের তরে মন পুড়ে?
কাব্য মাঠে ভাব প্রকাশে
কেন এতো কাঁপে প্রাণ
রক্ত গঙ্গার বান জোয়ারে
স্বপ্ন কেন হারায় মান?
     (১৭/১২/২০ইং)