ইট পাথরের বন্দিদশা ছোট্ট বাসা ছেড়ে
এসো যাই গ্রাম দেখিতে আমার সাথে দূরে।
আমার গাঁয়ে দেখতে পাবে ছোট ছোট ঘর
সেথায় যারা বসত করে কেউ কারো নয় পর।
নেই ভেদাভেদ কারো মনে সবার সরল মন
শ্রমকে ভালোবেসে তারা মিটায় প্রয়োজন।
কারো কোন বিপদ এলে সবাই ছুটে যায়
গোমড়া মুখে শয়তনগুলো লাজে মুখ লুকায়।
সারি সারি গাছগুলো সব শীতল হাওয়ায় দোলে
আনন্দে মন চাইবে তোমার নিতে তারে কোলে।
রাখাল গরুর পাল লয়ে যায় ভোর বিহানে মাঠে
খোকা খুকী খুশি মনে বসে আপন পাঠে।
জ্যোৎস্না রাতে পালা গানের নিত্য আসর বসে
দুঃখ ব্যথা খুশির জলে যায় দূরে ভেসে।
মুয়াজ্জিনের আযান শোনলে কাজ রেখে সব দূরে
পুরুষগণ মসজিদে যায় নামাজ পড়ার তরে।
শহর ভুলে যাবে তুমি আমার গাঁয়ে এলে
পারবে নাকো মধুর মায়ায় তারে যেতে ভুলে।