স্মৃতির জানালা খোলে অযতাই ডেকোনা কাছে
বেলাশেষে মায়া করে জীবনটা করোনা মিছে।
হাসি মুখে যারে তুমি নিয়েছিলে কোলে
কেন তারে ভুলে গিয়ে ভাসালে জলে?
ঘটে যাওয়া অতীতের মধুময় স্মৃতি
ভুলি নাই ভুলি নাই স্নেহভরা প্রীতি।
কত যে নির্মম,নিষ্ঠুর হলে, মানুষ হয় পাষাণ
তোমার সেই নির্দয় আচরণে দিলে সে প্রমাণ।
বুঝে শোনে সব নীরবে নিয়েছি  সয়ে
শুধু তোমার সেই মায়াবী মুখের পানে চেয়ে।
সুখে থেকো আজীবন সেই মানুষ ভুলে
যারে নিয়ে খুশি তুমি ধরো তার গলে।
আঁখি জলে ভিজে যাক্ স্মৃতির পাতা
এ জনমে হবেনা আর কোন কথা।
যে বিষের জ্বালাতে দেহমন কালা
তারে আর ডেকোনা দিতে গলে মালা।
এ জীবনে যা ছিল সঞ্চিত মোর
পারি নাই দিতে তারে সে যে বহুদূর।