আকাশের ঐ তর্জন গর্জন শুনতে
আমার খুবই ভালো লাগে ঠিক তোমার মতো,
আজও কি তোমার ভালো লাগে
আগের মতো?
বৈশাখী ঝড়ের তান্ডব লীলা ভালো লাগে, খুব দেখতে
তাই,দেখি ----
ঠিক তোমার মতো।
তোমার কি লাগে?
অসহায় মানু্ষের কান্না শুনে হাসি পায়,ঠিক তোমার মতো।
তোমার ও কি পায়?
মৃত্যুর মিছিল দেখে আমি খুব হাসি, তোমার মতো,
তুমিও কি হাসো আগের মতো?
অন্যের সুখ দেখে খুব হিংসা হয়
তোমার মতো,
তুমি কি ভুলে গেছো,না আছো আগের মতো?
জ্যোৎস্নার আলোয় মন ভরে না
তোমার মতো
আঁধারে একাকী সুখ খুঁজি--
তুমি কি খুঁজো,আগের মতো?
ভাঙ্গনের শব্দ শুনতে আমার খুব ভালো লাগে,তোমার মতো।
তোমার ও কি আগের মতো লাগে?
কষ্ট ব্যথায় আর দু'চোখ বেয়ে অশ্রু ঝরে না,
যেমনটি ঝরে ছিলো সে বেলায়।
            (২৬/০৪/২০ইং)