গাঁয়ের খোলা মাঠগুলো সব ফুল ফসলে ভরা
সেথায় মিলে খেলতো যারা  বঞ্চিত আজ তারা।
ঘোমটাপরা ললনাদের দেখিনা সেই বেশ
চলার পথে মাতাল হাওয়ায় ওড়ে তাদের কেশ।
অল্পজলে মাছ ধরে আর করেনা কিশোর খেলা
বিলে ঝিলে শাপলা ফুলের দেখি নাকো মেলা।
মুক্ত মাঠে রাখালে আর করেনা ঘুরঘুর
শোনা যায়না বাঁশের বাঁশির মিষ্টি মধুর সুর।
নানান জাতের ঔষধীগাছ যেথায় ছিলো আগে
শূন্য সেথা করছে মিলে কিছু মানব বাঘে।
ধুলোমাখা অবাধ্য বালকের ঘুড়ি উড়ানো খেলা
প্রযুক্তির মোহে এ যুগের কিশোর করে আজি হেলা।
বাড়ির পাশে ফুলের বাগান পরেনা আর চোখে
শূন্যে পরে থাকা মাটি কাঁদে মনের দুখে।
ফুলের ঘ্রাণে মন ভরেনা ঘুরলে পাড়া গাঁয়ে
মলিনতার ছেঁড়া পোষাক দেখি সবার গায়ে।
             (১৮.১০.২০ইং)