আমাকে দেখে তুমি বিদ্রুপে হাস
ছলের জল ছিটাও গায়
বেশ মজা পাও মলিন মুখ দেখে
আধ-বোজা চোখে দেখি তা যন্ত্রনায়।
পাষাণ পৃথিবীর বুকে আমি হেলার পাত্র
মূল্যহীন এক কঠিন পাথর,সয়ে যাই আঘাত
কোমল হাতের কারো ছোঁয়া লাগনা এর বুকে
আবেগ অনুভূতিহীন এক অচেনা পর্বত।
কিন্তু এ নিরেট পাথরের ইতিহাস অনেকে জানেনা
কত যে গোপন ব্যথা আছে পাথরের বুকে
প্রেমহীন নিরস পৃথিবী উপলব্ধি করেনা তার সুখে
ফিরে তাকায় না কেউ, বুঝেনা সে আছে কত দুখে।
স্বার্থের মিছে মায়া জগৎ জুড়ে,অদ্ভূত সব খেলা
অশ্রু জলের মূল্য কোথাও পাওয়া যায়না খুঁজে
ফায়দা লুটে সবাই ছুটে যায় গভীর অন্তরালে
বিবেকের ঘরে পশু আত্মা ঘুমায় বুঝে না বুঝে।
আলেয়া ঘুরে বেড়ায় মহাসুখে শহর বন্দর গাঁয়
পাথর পরে থাকে নিরূপায় হয়ে অন্ধগলির সরুপথে
অভিমানের ঝড়ে সে পাথর একদিন হারিয়ে যায়
স্মৃতির পাতার দরদমাখা কথামালা নিভৃতে কাঁদে রাতে।
পাষাণ পৃথিবী স্মৃতির ফলক থেকে মুছে দেয় সে নাম
এই কি জীবন,মূল্যহীন জীবনের পরিনাম?
                         (২৪/৮/২১ইং)