যা খুশি তাই করতে পারো
আপন সুখে আজ
শাড়ির ভাঁজে পাইনা খোঁজে
সেই কুমারীর লাজ।
খেলার মাঠে দক্ষ বলে
বাহাবা পাও বেশ
চিন্তা রোগে ঝরে গেলো
আমার মাথার কেশ।
এই হালে কি চলবে খেলা
তোমার যাদু গুণে
মায়া জালে অঙ্গ পোড়ে
শান্তি পাইনা মনে।
তবু আমার মনের মাঝে
আজো আছে আশা
অন্ধ মোহ ভুলে তুমি
ফিরিয়ে দেবে বাসা।
হিংসা নহে দ্বন্দ্ব নহে
পরাগ রেণু ঢেলে
শান্তি সুখের মালা তুমি
পরিয়ে দাও গলে।
      (২৬/০৩/২১ইং)