সকাল সন্ধ্যা যেথায় হতো সঙ্গোপনে দেখা
সেথা এখন বিরানভূমি শূন্যতারই রেখা।
আগের মতো নেই আলালাপন
নীরব চাওয়া পাওয়া
সন্ধ্যা সাজে সেথায় বসে হয়না মুড়ি খাওয়া।
রোজ বিকেলে চুপিসারে যারে দিতে মালা
যাই যদি গো ভুলে সেথা বাড়ে বিষম জ্বালা।
চোখে চোখে মনের কথা নানা ছলে বলে
হারিয়ে যেথাম দু'জন মিলে বাঁশ বাগানের তলে।
জোনাক জ্বলা আলোই ছিল চলার পথের দিশা
সেথায় দেখা করাই ছিলো দু'টি মনের নিশা।
ভয় ভীতি সব ভুলে মোরা আপন আপন খেয়ালে
প্রণয় সুতোয় জাল বুনিতাম রঙিন খুশির তালে।
কোথায় যেন হারিয়ে গেলো সেই সোনালী দিন
শোকের ঘরে ঘুম আসেনা, থাকি নিদ্রাহীন।
আমায় ভুলে রংমহলে সুখে কাটাও বেলা
সর্বহারা বলে সবাই নিতুই করে হেলা।
তোমার সুখে ধন্য আমি এই জগতে আজ
দোয়া করি, তোমার মাথায় থাকুক সোনার তাজ।
স্মৃতির পাতা চোখের জলে যায় যদি গো ভিজে
কুঁড়িয়ে নিও সেথায় এসে একটুখানি নিজে।