কষ্ট হলেও লিখতে পারি
পড়তে পাড়ি বই
ইচ্ছে হলেই ভাবতে পারি
ভিন্ন কিছু সই।
আঁধার রাতে চলতে পারি
জ্যোৎস্নার আলো ছাড়া
সত্য কথা মানতে পারি
ডাহা মিথ্যা ছাড়া।
ফুলের মালা গাঁথতে পারি
যতন করে আমি
কষ্ট ব্যথা সইতে পারি
সুখে থাকলে তুমি।
অনেক কিছু করতে পারি
নীতি ভুলে গেলে
তোমার মতো হাসতে পারি
একটু পাষাণ হলে।
            (১৬.১০.২০ইং)