পথ খুঁজে নাও
         মোঃতওহিদুল ইসলাম  


মন্দ লোকের মন্দ কথায়
কান দিওনা কেউ
চলার পথে ঝড় বাতাসের
আসুক যতই ঢেউ।
এই দুনিয়া নাট্য মঞ্চ
দুঃখ সুখের খেলা
রং তামশার ভেলায় চড়ে
হারাইও না বেলা।
সরল পথের রাস্তা খুঁজে
ঘরের বাহির হলে
শান্তি সুখের পথ সকলি
এমনিতে যায় মিলে।
হৃদয় ভরা সাহস নিয়ে
ভয়কে করে জয়
প্রণয় সুতায় গাঁথলে মালা
ধন্য জীবন হয়।
অহংকার আর হিংসা যদি
মনের মাঝে রয়
জীবন তরী অশ্রু জলে
আশু ধ্বংস হয়।