ছন্দ তালের আলোর মেলায়
সুখ যে দেখা যায়
মহাকালের যাত্রা পথে
কে যাবে আজ আয়।
সত্য চাষে মানব জমিন
করবে যারা চাষ
আশার মাঠে পাবে ফলন
গড়তে সুখের বাস।
আলোর রেখায় মলিন মুখে
ফুটবে সদা হাসি
খেয়া ঘাটে ডাকছে মাঝি
কেউ র'বেনা বসি।
আশার ঘরে তুলতে ফসল
সময় বয়ে যায়
প্রেমের মাঠে খেলতে সবে
আয়রে ছুটে আয়।
ক্ষণিক মোহে অন্ধ হয়ে
চুপ র'বেনা কেউ
জয়ের পথে সবাই মিলে
প্রাণে জাগাও ঢেউ।
আঁধার ভুলে ন্যায়ের পথে
আয়রে ফিরে আয়
আজ আগামী তোদের পানে
ফিরে ফিরে চায়।
       (০১/০১/২১ইং)