নাও যদি বুলবুল সব কিছু কেঁড়ে
অসহায় এই জাতী যাবে তবে মরে।
যাতনা বিষাদের জ্বালা সয়ে সয়ে
এই জাতী তবু আছে আজো দাঁড়িয়ে।
রক্ত আর জলে ভেসে যার পথ চলা
তারে দিও নাকো তুমি ধ্বংসের ঢলা।
চলে যাও বুলবুল ভিন্ পথ ধরে
হাসি মুখে বেঁচে থাকি সুখ জয় করে।
ধ্বংসের লীলাখেলা সবকিছু ভুলে
আমাদের ভালোবেসে যাও দূরে চলে।