হে বন্ধু,আমার যা প্রাপ্য
তা তুমি ফিরিয়ে দাও
ক্ষমতার মোহে আমার কণ্ঠ রোধ করোনা
স্বাধীন ভাবে চলতে দাও।
হে বন্ধু,পাষাণ হয়োনা
সু-শিক্ষার অধিকার দাও
আঁধারে আলো জ্বেলে দেব
সুন্দর আগামীর প্রত্যাশায়
শিকল পরা হাতের বাঁধন খোলে দাও।
হে বন্ধু,দু'মুঠো ভাত দাও
সুন্দর ভাবে এই পৃথিবীতে বেঁচে থাকি
হাসি আনন্দের পথে যাত্রা করি
আমার অশ্রু জল মুছে দাও।
হে বন্ধু,আমায় ছোট্ট একটা ঘর দাও
নিরাপদে থাকার জন্য
এটা তো আমার অধিকার
সুষ্ঠু বিনোধনের ব্যবস্থা করে দাও।
হে বন্ধু,মত প্রকাশের পূর্ণ স্বাধীতা দাও
লিখে যাই শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের কষ্টের ইতিহাস
ঘুষ দুর্নীতির বিরুদ্ধে করি প্রতিবাদ
আদর্শ সমাজ বিনির্মাণে হাত বাড়িয়ে দাও।
হে বন্ধু,আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও
অবাক বিস্ময়ে বিশ্ববাসী তাকিয়ে দেখুক
আমরা শান্তি প্রিয় গর্বিত জাতী
অনুরাগের পরাগ রেণু ঢেলে
মায়ের আঁচলে কোলে তুলে নাও