যেদিন আমি হারিয়ে যাবো
এই পৃথিবী ছেড়ে
অশ্রু ব্যথার ঝড় থামিও
হাসির পোষাক পরে।
হৃদয় থেকে মুছে দিও
কষ্ট শোকের স্মৃতি
প্রাণ বিরহে তারে নিয়ে
গেওনা আর গীতি।
আর হবেনা কোন কালে
এই জগতে দেখা
হৃদয় জুড়ে রইবে পরে
শুধুই স্মৃতির রেখা।
স্বর্গ সুখে সাঁতার কেটে
যারে রাখলে দূরে
শেষ বেলা দেখতে তুমি
এসোনা আর তারে।
জীবন নদীর বাঁকে বাঁকে
যা করেছো ভুল
আজ দিওনা লুকিয়ে তারে
শেষ উপহার ফুল।
তোমার যত ভুল ছিলো
সব করেছি ক্ষমা
মোর জীবনে তুমি ছিলে
প্রথম প্রিয়তমা।
           (২৯.১০.২০ইং)