মানবমনে নিষ্ঠুরতার হচ্ছে দেখি চাষ
নীতিবোধ নৈতিকতার শুধুই সর্বনাশ।
নিত্য নতুন আগাছাতে ভরছে মানব মাঠ
নিড়াবে যে এমন জমি কোথায় সেই লাট?
বড় বড় মঞ্চে শুনি শত আশার বাণী
তাকিয়ে দেখি লাঞ্ছিতের দু'চোখ ভরা পানি।
মানব ধ্বংসের নিত্য নতুন চলছে মহড়া
কলঙ্কের দাগ গায়ে মেখে হতে চায় সেরা।
শিক্ষার আলো পেয়ে যারা করে পশুর কাজ
কষ্ট ব্যথায় শয়তানও আজ পায় গো বিষম লাজ।
সরষে ক্ষেতের মাঝেই যদি হয় গো ভূতের বাস
কেমন করে নিবো মোরা ফুলের ঐ সুবাস?
    (২৪.০৭.২০ইং,দুঃ১২:১০)