ভালোবাসার অগণিত অপরাধ ক্ষমা করে
আশার বাসর আমাকে সাজাতে দাও
মোহনীয় রূপ স্বচক্ষে আমাকে দেখতে দাও
একবার নয় বার বার দেখতে দাও।
জীবন যুদ্ধে স্তব্ধকণ্ঠ প্রকাশ করার
স্বাধীনতা শুধুমাত্র আমায় ফিরয়ে দাও
শুধু কল্পনা নয় বাস্তবতার সঠিক রূপ
সকলের কাছে তুলে ধরার সুযোগ দাও।
কলমের ডগায় তোমার সুরের তাল
যৎসামন্য তুলে ধরার অধিকার দাও।
নগ্নতায় নয় ছন্দের পোশাক পরিয়ে
জনতার মঞ্চে ভাব প্রকাশের অনুমতি দাও
ভাষা শব্দকে শতরূপে বাক্য বানিয়ে
সাহিত্যের আসরে নাচাতে প্রতিশ্রুতি দাও।
শুধু উপমা নয় অলঙ্কার দেবো সাধ্য মতো
যদি আমায় গভীর মমতায় কাছে টেনে নাও
তোমার সুঠাম দেহ ও আত্মার খোরাক দেবো
তুমি যদি কোমল হৃদয়ের মণিকোঠায় ঠাঁই দাও।
শ্রম সাধনা সবই দেবো যদি একবার ফিরে চাও
ভাবের ঘাটে অনুরাগে ভাসাও যদি আশার নাও
তুমি দেবে হাসিমুখে আমি দেবো প্রণয় সুখে সব
জীবন্ত রূপ ফিরে পাবে আমার শখের কাব্য সব।
অদক্ষতার অভাব দেখে রাগ করোনা কবিতা
সুর ছন্দ তাল লয় সব দেবো সহায় হলে বিধাতা।
আজকে না হয় ঘৃণারপাত্র জ্ঞানীর বিশাল মাঠে
তোমার মায়ায় চুকিয়ে নেবো বিদ্যা শিখার পাঠে।
                        (১৪.১১.২০ইং)