নয়নে নয়ন রেখে পথে চলে আমি
মমতার ছোঁয়া দিয়ে সাজাবো ভূমি।
সকলের মুখে যেন লেগে থাকে হাসি
সেই সুর খুঁজে নিয়ে বাজাবো বাঁশি।
মান আর অভিমান নাহি রেখে মনে
বিষমাখা মনকে ভরে দেবো গুণে।
আঁকাবাঁকা শত পথ গতিরোধ করে
মন্দকে তাড়াবো প্রতিরোধ গড়ে।
আলেয়ার পিছে আর ছুটবোনা কভূ
সহায় থাকে যদি মোর দয়াময় প্রভূ।
শ্রম আর সাধনায় ভালো দেশ গড়ে
রেখে যাবো সবকিছু আগামীর তরে।
   (২৯.০৮.২০ইং,বিঃ৪:২০)