সৃষ্টির গুণে তুমি স্রষ্টা করুণাতে দয়াবান
শক্তি সাহস যোগাও প্রাণে গাইতে তোমার গুণগান।
সৃষ্টির সেরা যে জাতী তার যদি হয় ভবে ক্ষতি
কে করিবে বিনয় করে ভক্তিতে তোমায় নতি?
সৃষ্টির সেরা মানবজাতী সকল দোষে হয় দুষি
চাইলে ক্ষমা তোমার কাছে নিজে তুমি হও খুশি।
আনন্দে মন ঢেকে রেখে প্রভূ তোমার বেদনা
ভুলেরে করে ক্ষমা বাঁচাও মানুষ রাব্বানা।
যাঁর উসিলায় সকল সৃষ্টি সুন্দর এই জাহান
তাঁর গুণেতে এই দূর্দিনে রক্ষা করো মানবপ্রাণ।