সাধ্য নেই
      মোঃতওহিদুল ইসলাম


বিরহের মঞ্চে দাঁড়িয়ে দেখি
লাঞ্ছিত জনতার সেই অশ্রুভেঁজা চোখ
সময় যে কত গড়িয়ে গেলো
তবু এলোনা ব্যথিতের ললাটে সুখ।
যুগে যুগে শুধু শুনে আশার বাণী
ঐ রিক্ত শূন্য বঞ্চিতের দল
রঙ্গশালায় পায়না খুঁজে
মুছতে তাদের আঁখিজল।
কষ্টের পাথর বুকে চেঁপে সময় করে পার
স্বপ্ন জয়ের সাধ্য যেন নেইকো ভবে তার।
কষ্ট যেন আমৃত্যু তার চলার পথের সাথী
খুঁজতে গিয়ে পাইলোনা সে আজও সুখের গতি।
   (১০.০৮.২০ইং,সকাল-৯:১০)