স্বাধীনতা পেয়ে যদি
কথার শক্তি হারাই
কেমন করে স্বাধীনতাকে
নিয়ে করি বড়াই?
স্বাধীনতা পেয়ে যদি
চলার শক্তি হারাই
কেমন করে স্বাধীনতাকে
আমি শ্রদ্ধা জানাই?
স্বাধীনতা পেয়ে যদি
নিজ অধিকার হারাই
কেমন করে সোজা হয়ে
আমি পথে দাঁড়াই।
স্বাধীনতা পেয়ে যদি
নীতি বোধ হারাই
অন্যায়কে চিরতরে
কি করে তাড়াই।
স্বাধীনতা পেয়ে যদি
সমাজে বিশৃঙ্খলা বাড়াই
শাস্তি সুখের আশা করা
সকলি তবে বৃথাই।
স্বাধীনতা পেয়ে যদি
না রাখি তার মান
পদে পদে পাবো মোরা
শুধু অপমান।
    (২২/০২/২১ইং)