নিদ্রাদেবীর কোলে যখন সবাই ঢলে পরে
আমার কামনার্ত চোখ তখন জেগে ওঠে
অদৃশ্য এক মোহে,অতৃপ্ত বাসনায়-
নদীতে ঢেউ উঠে প্রবল বেগে কূল ভাঙ্গে
অনন্ত অন্ধকারে প্রণয়ের নৈঃশব্দে।
ঘন ঘন শ্বাস বের হয়,গরম শ্বাস
অগ্নীগিরীর লাভার মতো
স্পর্শের উম্মত্ততায় গভীর আকুলতায়।
হারানো ব্যথায় থমকে দাঁড়াই
নিশ্চুপ হই সত্যালিঙ্গনে।
সুখের যানজটে কখনো কি অতীত ভাবে জেগে ওঠো নিশীরাতে?
যেমন করে আমি জাগি,ভাবি,ঠিক তেমন ভাবে
নাকি বদলে গেছো চরিত্রহীন লোকের মতো?
             (২৬.০৯.২০ইং)