যতদিন বেঁচে রবো তোমাদের মাঝে
খুশি মনে খুঁজে নিও সকাল সাজে।
ক্ষণিকের ভালোবাসা ক্ষণিকের স্মৃতি
তবু আমি গেয়ে যাবো তোমাদের গীতি।
পথে ঘাটে খুঁজে আমি যা পেয়েছি ভুল
তারে চুমে নিয়েছি গো ভেবে শত ফুল।
এ জগতে কারো প্রতি নেই অভিমান
উঁচু নীচু ভেবে কারো করিনী ব্যবধান।
দয়া মায়া প্রেম প্রীতি সকলের পেয়ে
বেঁচে আছি ধরাতলে আমি ঋণী হয়ে।
কথা কাজে কেহ যদি পেয়ে থাক ব্যথা
অনুরাগে ক্ষমা করো শোকের ঐ কথা।
চলে যদি যাই কভূ না ফেরার দেশে
সেই ফুল তুমি দিও শেষ বার হেসে।
                  (৮/৭/২১ইং)