যেই সময়ে অবসরে
হাতে থাকতো বই
এই সময়ে তারা খুঁজে
দামী মোবাইল কই।
নামী দামী মোবাইল কেনার
প্রাণে লাগলো ঢেউ
পড়ার প্রতি আগ্রহী নয়
আগের মতো কেউ।
ফান করে গেইম খেলে
সময় কাটায় যত
মনোযোগ নেই বই পড়ায়
কারো কিন্তু এত।
ব্যস্ত থাকে সবাই এখন
মোবাইলটা তার নিয়ে
পঁচন ধরছে হৃদয় জুড়ে
রোধিবে কি দিয়ে?
প্রযুক্তির কাছে মানুষ
আজ হয়েছে বন্দি
কে করিবে আলোর পথে
নতুন করে সন্ধি?