সকলের জন্য
            মোঃতওহিদুল ইসলাম


মৃত্যুর কালো ছায়া আকাশে বিস্তার
কেউ আর পাবেনা জগতে নিস্তার।
নিষ্ঠুর খেলা যত এসো করি বর্জন
আজ বেশি প্রয়োজন দেশপ্রেম অর্জন।
ভেঙ্গে দাও বিরহের গড়ে উঠা মঞ্চ
আর যেন না দেখি কোন মরন যজ্ঞ।
আজীবন থাকবোনা আমরা অন্ধ
রক্তের হোলি খেলা সব করো বন্ধ।
ধর্ষণ চাঁদাবাজি আর নহে লুণ্ঠন
জনতার প্রাপ্য সব কর বন্টন।
সবুজের মাঠে আর চাই নাকো রক্ত
ব্যভিচার রুখতে হতে হবে শক্ত।
কুজনের সাথে নয় কোন প্রকার সন্ধি
সুজনের সাথে মিলে কর ভালো ফন্দি।
সময় আর হাতে নেই তর্ক ও যুক্তির
সংগ্রাম চল করি মানবের মুক্তির।
ঐক্যের ডাক আজ ঢের বেশি প্রয়োজন
জেগে উঠ ঘুম থেকে অসহায় জনগন।
প্রেম প্রীতি ভালোবাসা হাসিমুখে ছড়িয়ে
যত সব অন্যায় দিতে হবে থামিয়ে।
লোভ মোহ ভালোবেসে হবোনা কেউ বন্য
এসো গড়ি এ পৃথিবী সকলের  জন্য।
            (২৫.১০.২০ইং)