শনির দশায় বিবেক বন্দি
দৃষ্টি লোভের তরে
সবাই এখন বাঁকা পথে
সুখের চুক্তি করে।
খুশি মনে আলোর মেলায়
চায়না যেতে মন
সবাই খোঁজে হীরা মানিক
শ্রম ছাড়া এখন।
বন্ধ্যা এখন ভাবের নদী
নেইকো ঢেউয়ের খেলা
মনমাঝি আজ কষ্ট শোকে
একলা কাটায় বেলা।
ছল-ছাতুরীর শাড়ী পরে
সব অলক্ষ্মী আজ
দখল করে নিচ্ছে সকল
ভুলে শরম লাজ।
আমি এখন কি করিবো
পাইনা ভেবে কিছু
শক্তি সাহস দাও হে প্রভূ
তারে করতে নিচু।