যে পথে চলতে গিয়ে আমি ক্লান্ত শ্রান্ত হয়ে
জীবনের অমূল্য সম্পদ হারিয়েছি অনাদর অবহেলায়
তাকে আজ আর ফিরে পেতে চাইনা শেষবেলায়।
হওনা যতই প্রভাবশালী কিংবা আজকের রাজরাণী
সাহায্যের হাত বাড়াবোনা মুছতে কভূ চোখ পানি।
ভ্রান্ত নীতির অন্ধ মোহে যে পথে ধরে ধ্বংস ভবে
মিশবো সেথায় সঙ্গোপনে ঐ মাটিতে তোর ভাবে।
আলতা পরা কোমল পায়ের ছোঁয়া নেবো ধূলো হয়ে,
একটুখানী দেখার তরে রইবো শুধু পথ চেয়ে।
যে চোখ শুধু দেখবে মোরে একলা চলার পথে
ঘুণার ছলে রাখলে নাকো যাকে তোমার সাথে।
আলো হয়ে নিশীরাতে জ্বলবো পথের ধারে
ভুল করে একলা যখন ছুটবে আঁধারে পাড়ে।
ফুল হয়ে সুবাস দেবো তোমার মধুর ক্ষণে
লজ্জা ভাঙ্গা সেই হাসিটা দেখতে গোপন বনে।
তপ্ত তাপে ছায়া হবো তোমার পথে আমি
আবির মাখা মুখটা যেন নাহি ঢাকো তুমি।
ধূলো হয়ে মিশবো গায়ে আলতো পায়ের পরশে
অনুরাগে ফিরিয়ে নেবো আদি স্মৃতির আবেশে।
শূন্যবুকের যেথায় আজো তোমার নামে পাঠ শিখে
পারলে তুমি সময় করে একটুখানী যাও দেখে।