মোড়ল সাহেব চিত্ত শোকে
নরম সুরে কয়
এসো বন্ধু শান্তির পথে
নাহি করে ভয়।
জগৎ জুড়ে গর্ব করে
অন্ধ পথে চলে
আপন স্বার্থে আশার কলি
ছিঁড়ছি শত ভুলে।
সময় এখন বদলে গেছে
সৃষ্টি সুখের তালে
গায়ের জোড়ে কাজ হয়না
এই জামানার কালে।
কুটচালে আজ ফেঁসে গেছি
ছোট্ট খোকার কাছে
পাড়ার লোকে হেসে বলে
মোড়লের সব মিছে।
বেলা শেষে হিংসায় আমার
জ্বলছে আগুন গায়
শক্তি সাহস ক্ষয়ে গেছে
কি করিবো হায়!