যাঁদের শ্রমে যাঁদের ত্যাগে
মোদের স্বাধীনতা
শ্রদ্ধাভরে স্মরণ করি
বীরসেনাদের কথা।
হাসি মুখে দেশের তরে
যারা দিলো জান
তারাই দেশের খাঁটি সন্তান
বাংলা মায়ের প্রাণ।
রইবে বেঁচে স্মৃতি হয়ে
বাংলা মায়ের বুকে
আমজনতা যতই থাকুক
গভীর ব্যথায় শোকে।
খুশির বন্যায় কেউ যাবেনা
বন্ধু তোদের ভুলে
মধুর মায়ায় লইবে চুমে
তোদের কর্ম কোলে।
চোখের তারায় নিতুই ভাসে
সেই হারানো মুখ
ভাবের মেলায় কাব্য রচে
চিত্তে পাই সুখ।