নোংরা জলে সাঁতার কেটে
ভিজালে গো গা
চর্ম রোগে সর্বঅঙ্গে
হবে তোমার ঘা।
স্বচ্ছ জলের বড্ড অভাব
জানি আছে দেশে
তবু তারেই খুঁজে নিও
ধৈর্য্য ধরে হেসে।
খাল বিল নদী নালা
সব হয়েছে বন্ধ্যা
বেলা শেষে চেয়ে দেখি
সকাল যেন সন্ধ্যা।
বাঁকা পথে চলতে গিয়ে
বাড়ছে মনের দুখ
তবু মানুষ উল্টো পথে
সেথায় খুঁজে সুখ।
পূর্ণিমার চাঁদ খুঁজে ফিরে
গহীন আঁধার রাতে
বিষ বাষ্পের হাওয়া লেগে
কাঁপছে মানুষ বাতে।
পিউ পাপিয়ার গান শোনে
যেই যাবে বনে
ধীরে ধীরে জ্বলবে আগুন
মানব মনের কোণে।