জলের ঘাটে একলা বসে
কার ছবিটা দেখো
নাকি অতীত কারো স্মৃতিগুলো
নীরবে গায় মাখো?
হৃদ বাগের যে ফুল গেছে
নীরব ঝড়ে পরে
অন্ধ হয়ে খুঁজলে সে ফুল
পাবে নাকো তারে।
যে পাখিটা বাঁধন ছিড়ে
হারিয়ে গেছে দূরে
পাষাণ হৃদয় সে পাখিটার
আসবেনা আর ফিরে।
শক্ত পাথর বুকে চেপে
না যাও যদি ভূলে
পতিত পরা জমিন তোমার
ভরবেনা ফুল ফলে।
হারানো ধন খোঁজে খোঁজে
কেঁদো নাকো আর
নতুন পথের সাথী করে
সাজাও এই সংসার।