সুন্দরের পথ দেখাও দয়াময় প্রভূ
ভুলে যেন নাহি যাই তোমায় কভূ।
কু-মন্ত্রনায় দেখায় যারা নিত্য  আঁধার পথ
তাদের ডাকে সাড়া দিতে মোরে  দিওনা হিম্মত।
প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হতে  রেখো নিরাপদ
তোমার ধ্যানে থাকতে মোরে দিওনা বিপদ।
তুমি প্রজ্ঞাবান দয়াময় মহান অধিপতি
দুঃখ ব্যথা আর লাঞ্ছনা দিয়ে বাড়িওনা দূর্গতি।
তব করুণা গুণে সেই জ্ঞান দিও মোরে
বিপদ এলেও যেন তোমারেই  ডাকি নতশিরে।
    (০১/০৬/২০ইং,বিঃ৬:২২)