চোখের ভাষায় মনের কথা
আর হবেনা বলা
মানুষ তুমি পাষাণ মনের
নিতুই স্বার্থে চলা।
ক্ষণিক জীবন সুখের তরে
ভাবনা তবু শত
অন্ধ মোহে পাগল কর
তুমি হৃদয় ক্ষত।
বড্ড বেশি চাওয়া পাওয়া
হৃদ মাজারে তোর
এই কারনে তোমা হতে
আমি আজো দূর।
অধিক সুখে অদল- বদল
নিত্য পেশা যার
শান্তি খুঁজে পায়না তারা
এই জগতে আর।
অপূর্ণ রয় সকল আশা
বেশি যারা চায়
অল্প সুখে খুশি যারা
শান্তি ফিরে পায়।
    (১৩/০২/২১ইং)