বিবেক জাগাও প্রভূ তুমি
সকল জনপদে
সবাই যেন এগিয়ে আসে
বাঁচাতে বিপদে।
নিষ্ঠুরতার হোলি খেলা
নিঃসংকোচে ভুলে
তোমার ভয়ে পাষাণ হৃদয়
সরল পথে চলে।
মানব জনম স্বার্থক যেন
হয় গো সকল কালে
অমঙ্গলের রাস্তা ভবে
সকলে যায় ভুলে।
খুশি মনে হাসি মুখে
প্রেমের পথে রয়
শ্রম সাধনায় সাজায় যেন
এই ধরাময়।
শান্তি সুধার জল ঢেলে
সকল মানব মনে
বাসযোগ্য সুখের আবাস
গড়ো সঙ্গোপনে।