ব্যথার যাতনায় গুমরে কাঁদে যুগের অসহায় যারা
চোখের জল শুকিয়ে গেছে তবু কাঁদে জল ছাড়া।
শক্তি মত্তার মহড়া চলে শহর বন্দর পাড়া গাঁয়
বিবেক পালায় অসহায় চোখ নীরবে তাকায়।
অসময়ে সূর্য ডুবে নিযতির সেই নিষ্ঠুর খেলায়
প্রজ্ঞার গাযে দাগ লাগে পশুত্বের নির্মমতায়।
অশুভ শক্তির তীব্র চাপে সত্য লুকায় হারাম খায়
স্বার্থের ফাঁদে বিবেক কাঁদে এভাবেই বেলা যায়।
ভয়ার্ত মানুষ পালিয়ে বেড়ায় পশুত্বের আস্তানায়
আশার বাতিঘরে প্রেত্মাতা ঘুরে সুখের তাড়নায়।
শুদ্ধতার আলো ছড়ানো ভুলেছে তারার দল
অমঙ্গলের ফল চুমে শান্তি খোঁজে নব যাত্রীদল।
                    (০৬/০৬/২১ইং)