রূপনগরের বাদশা হয়ে থাকতে নাহি চাই
মানব মনের পান্থশালায় থাকতে সদা চাই।
আশার মাঠে সত্যচাষে মঙ্গলের বীজ বুনে
সভ্যজাতী গড়ে তুলবো আমি গুণ মানে।
নিষ্ঠুরতার বাঁধা যত জয় করে গো সব
অন্ধঘরের দুয়ারগুলো খোলে দেবো সব।
অলস অবোধ কেউ রবেনা কর্ম ভুলে আর
ফুল ফসলে পতিতভূমি সাজবো এবার।
অনুরাগের ছোঁয়ায় ছোঁয়ায় আশার প্রদীপ জ্বেলে
শান্তি সুখের মালা দেবো পরিয়ে সবার গলে।
পরের সুখের চিন্তা করে কাটে নিতুই বেলা
নিন্দুকেরা বাঁকা চোখে করুক যতই হেলা।
ক্ষণস্থায়ী এই জীবনের খুব বেশি নেই আশা
শান্তি পাবো সবার কাছে পেলে ভালোবাসা।
      (১৮.০৮.২০ইং,রাঃ১১:১০)