মন্দ লোকের কথা শুনেই
যায় গো চেনা তাকে
যতই রাখুক লুকিয়ে স্বভাব
সিন্ধুকে তার ভরে।
ক্ষণিক দেখায় অল্প কথায়
মায়ার জালে ফেলে
কাছে এসে মুসকি হেসে
ভাসায় চোখের জলে।
আপন স্বার্থ খোঁজে সদা
ঘুরে সারা পাড়া
লাভের বোঝা মাথায় নিয়ে
কেটে পরে তারা।
ভালো কাজে ত্রুটি ধরে
রটায় নানান কথা
কষ্ট পেয়ে ভদ্র লোকের
যায় ঘুরে মাথা।
সরল পথে কাঁটার বেড়া
খুব সহজে বেঁধে
আড়াল থেকে মুসকি হাসে
মানুষ যখন কাঁদে।
ব্যথার ঢেউয়ে ভাঙ্গে যখন
সহজ সরল মন
শান্তি খোঁজে পায় গো তারা
সেথায় গো তখন।