শান্তির পাঠে
            মোঃতওহিদুল ইসলাম


ভুলে যাও ভুলে যাও অপকর্মের
সেই মোহনীয় পথ
ছলনার কারুকার্যে পাবেনা খুঁজে
সত্য সুখের মত।
ক্ষণিক জীবন ঝরা পাতার মতন
যেন পদ্মপাতার জল
গর্ব অহংকার ক্ষণিক মোহ ছেড়ে
প্রেমকে গড়ে তুল।
সুখ আনন্দের চোখ বাঁধা ঐ খেলা
রবে নাকো চিরকাল
সময় থাকতে নির্ভয়ে হাতে উড়াও
নিখাত আলোর মশাল।
ছেড়ে দাও ছেড়ে দাও রিপুর মোহ
ভুলে পশুর কাজ
করোনা এমন কিছু ধরণীর বুকে
উপহার পাবে লাজ।
মহান্দের ঐ যাত্রাপথ চিরসুখের নয়
প্রেম ভিক্ষারী তুমি
প্রেম পুষ্পের নিঁখুত মালা গেঁথে
গড়ে যাও ভূমি।
কৃতকর্মের সকল ফল একদিন পাবে
শেষ বিচারের মাঠে
সে হিসেব কষে ভালো মন্দকে চিনে
বসো শান্তির পাঠে।
               (০১/০৫/২১ইং)