শত ভূল ক্ষমা করো নীরবে হেসে
আমাকে মেরোনা যাতনার বিষে।
অবহেলা লাঞ্ছনার ডালাপালা ছিড়ে
খোঁজে নিও মমতায় জনতার ভিড়ে।
ভালো যদি করে থাকি জীবনের তরে
মনে রেখো আমাকে যুগ যুগ ধরে।
অতীতের ত্রুটিগুলো মনে না রেখে
সোহাগে প্রেম দিও আগামীর সুখে।
আনন্দে আজ মন মিশিয়ে একটুখানি
হেসে
সুখের বার্তা পাঠিয়ে দিও শান্ত পরিবেশে।
ছলনার জলে যেন নাহি যাই ভেসে
মনে রেখো আমাকে সেই ভালোবেসে।