নিঃসঙ্গ পথ চলায় ডেকোনা  মোরে আগের মত
দেখনা পৃথিবী নিষ্ঠুর কত?
নিস্তব্ধ দ্রোহের মায়া জালে মন পুড়ে
হিংসায় পুড়ে ঘর,পাষাণের টলেনা মন।
অন্ধরা দেখে সব বাকিরা নীরব
প্রেম সে তো নেয় গর্বের ধন।
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত লাঞ্ছিত পৃথিবী
অনুরাগ সে তো নষ্টামী আজিকার যুগে
রক্তের ঢল নামে পথে প্রান্তরে
তুমি থাকো দূরে দৃষ্টির আড়ালে
না হলে ধর্ষিতা হবে,হায়েনার শিকারে।
রাস্তার মোড়ে মোড়ে কুকুর থাকে খাঁড়া
অবলা নারীর গন্ধে ওরা পাগলপারা।
ওরা নয় সর্বহারা খুব শক্ত হাত
অকল্যাণের পথে দেখায় বাজিমাৎ।
ওরা রক্ত পূজারী অসুরের মতো মন
লুটেপুটে সব খায় পশুর মতন।
পরের ভালো নাবুঝে ওরা মন্দের করে যতন
নরকের পথ খুঁজে বেড়ায় ওরা সর্বক্ষণ।
আজ আর নেই নির্ভয়ে হাতে হাত রেখে চলার দিন
প্রেমের পথে আর অবেলায় ডেকোনা কোন দিন।
             (২৩.১০.২০ইং)